|
Date: 2025-04-26 21:43:13 |
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লীগ সিজন -২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ইসলামিয়া কাউন্টি বয়েজ এর আয়োজনে কাউন্টি প্রিমিয়ার লীগ সিজন -২ এর ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লীগের কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামান লিটন।
উদ্বোধন অনুষ্ঠানে বেলুল উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন ও খেলায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিয়া টাইগার টিম ম্যানেজার মুন্না খন্দকার,ও জুয়েল সেখ,
ফাইনাল খেলার প্রধান অতিথি জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ তিনি সকল উদ্দেশ্যে বলেন,
বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল।
খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ,ঘটে আমি অত্যান্ত খুশি হয়েছি যে এলাকার যুবকেরা ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লীগ আয়োজন করেছে। এ ধরনের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তুলতে সমাজের সকল পর্যায়ের জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, ও জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস.এম. আনোয়ার হোসেন রাজেশ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ,
উল্লেখ্য ঃ ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লীগ সিজন -২ এর ফাইনাল খেলায় ইসলামিয়া টাইগার বনাম ইসলামিয়া লায়ন্স অংশগ্রহণ করে সময় সল্পতার কারণে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
© Deshchitro 2024