লন্ডন ব্যুরো অব ক্যামডেন এর মেয়র ( ৪ বারের কাউন্সিলর) সমতা খাতুনকে বানিয়াচংয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় সাগর দিঘির পশ্চিম পাড়স্থ খান বাড়ির ডাক বাংলো মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে দুপুরে বেশ কিছু মোটর বাইকসহ রত্মা থেকে সৈকত খানের নেতৃত্বে মেয়রকে স্বাগত জানিয়ে বরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী সাজ্জাদ হোসেন খান টিপু। আরশাদ হোসেন খান বিপলুর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন ও লন্ডনস্থ চুনারুঘাটের সভাপতি বিশিষ্ট শিল্পপতি গাজীউর রহমান গাজী। এসময় মেয়র সমতা খাতুন বলেন, লন্ডন থাকলেও আমার জন্মস্থান চুনারুঘাট এবং শ্বশুর বাড়ি বানিয়াচংকে নিয়ে গর্ববোধ করি। বাংলাদেশ অনেক এগিয়েছে। সে দ্বারা অব্যাহত রাখতে হবে। আমি কোভিড-১৯ এর সময় আমার শ্বশুর ছিদ্দিক হোসেন খানের নামে ফাউন্ডেশন এর মাধ্যমে গরীব-দুঃখী মানুষের পাশে ছিলাম। যতদিন বেঁচে থাকব পাশে থাকব ইনশা আল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, লন্ডনের মতো জায়গায় নির্বাচিত মেয়র হওয়া অনেক কঠিন ব্যাপার। বানিয়াচং বাসীর পক্ষ থেকে মেয়র সমতা খাতুনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এসময় চার মহল্লা ও নওজোয়ান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মোঃ ইস্পাহানি ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এসময় ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024