|
Date: 2025-04-25 15:31:51 |
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা
কুমিরায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিতা সাধু (৩২) ও তার তিন বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত রীতা সাধু খুলনা জেলার কপিলমনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী। তাদের ছেলের নাম সৌরভ সাধু (৩)।
পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুর বাড়িতে যা্চ্ছিলেন। পথিমধ্যে কদমতলা মোড় এলাকায় পৌছে সাগরদাঁড়ির দিকে যাত্রা শুরু করলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ।
তিনি আরো বলেন, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
© Deshchitro 2024