|
Date: 2025-04-24 17:52:51 |
সভায় বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সদস্য-সচিবগণ তাদের কার্যক্রম কেন্দ্রীয় ভর্তি কমিটির সামনে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান জানান, ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, পরীক্ষার্থীদের ময়মনসিংহ ও ভালুকা থেকে যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন উপ-কমিটির কার্যক্রমের অগ্রগতি শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন এবং এই গুরুত্বপূর্ণ পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আগামী ০২ মে (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ০৯ মে (শুক্রবার) একই সময়ে 'এ' (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষাও নেওয়া হবে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ আসন সংখ্যার ভিত্তিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
© Deshchitro 2024