কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৪-২৫ সেশনের 'এ' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (২২ এপ্রিল) রাত ১২ টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার ঘোষণা দিয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক জানান, 'সি' ইউনিটে ১২টি কেন্দ্র  ৯ হাজার ৯শত ৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিলো ৭হাজার ৬শত ৪৬জন।  উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩শতাংশ। 'এ' ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে ২১ হাজার ৯ শত ৯৯জন।  উপস্থিতির হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) জানান, 'সি' ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আগামীকাল ২৩ এপ্রিল (বুধবার) থেকে 'এ' ও 'সি' ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024