|
Date: 2025-04-21 18:15:38 |
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে ইংলিশ থেরাপি প্রতিষ্ঠান কর্তৃক এক্স ফারুকিয়ানস অ্যাসোসিয়েশন (ইফা) এর উদ্যোগে Seminar on Foundation English অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, লক্ষ্মীপুর।
প্রোগ্রামটি ছিল সময়োপযোগী ও উৎসবমুখর। অধ্যক্ষ মু. নুরুল আমিন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।ইংরেজিতে আকর্ষণীয় ডিবেট, কুইজ প্রতিযোগিতা, ইংরেজি ভীতি দূর করে ভীত মজবুতে বিভিন্ন সেশন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়।
© Deshchitro 2024