বৈশাখ এলো রে 

ঝড়ো হাওয়া বয়ে। 

বৃক্ষের ডালে নব পল্লবে, 

ঘরে ঘরে আনন্দ ধারা নিয়ে। 


সুনিপুণ স্বপ্ন বুকে 

পান্তা ইলিশ সুবাসে বৈশাখ এলো রে। 

রমনার বটমূলে ছায়ানট গায়, 

হাজার বছরের ঐতিহ্য লালনে। 


তাপসনিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়িয়ে 

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। 

সব বঞ্চনা বিদ্বেষ দূর হয়ে যাক, 

অশ্রু বাষ্প সুদূরে মিলাক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024