তাঁরা সবাই আজ মারা গেছে- 

তাঁরা হাত বদল হতে হতে মাটির ব্যাংকে রিজার্ভ

ঢুকে আছে অচল এক টাকা কয়েনের মতো। 


তাঁরা আজ শক্ত মসনদে চোখে কালো চশমা পরা- 

তাঁরা রক্ত দেখে না, অশ্রু দেখে না 

দেখে না সহোদর স্বজনহারা বেদনা, 

প্রতিবেশি কিংবা মুসাফির দেখে না তাঁরা 

দেখে না বিবেক কিংবা শেরে খোদার ইতিহাস। 

তাঁরা সবাই আজ মারা গেছে- 

পবিত্র দিক, পবিত্র মাটিতে ড্রোন-মিসাইল খেলা

গাজা আজ নির্বাক শহর, নিরপরাধ উম্মতশূণ্য

এঁরা আজ তোমাদের থেকে মুক্ত, লুফে নিয়েছে আদন। 


তাঁরা সবাই আজ মারা গেছে- 

নিজের কাফন দাফন আজ কিংবা আগামীকাল

হবে- হয়তো হবে না ফিলিস্তিনিদের মত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024