|
Date: 2025-04-13 22:57:45 |
নাটোরের মাদ্রাসার থেকে নওগাঁ মান্দার চেরাগপুরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্বার।
নাটোর শহরের বড়হরিশপুর এলাকার কান্দিভিটা মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম সিয়াম হোসেন (১৪)। সে নওগাঁ জেলার মান্দা থানার চেরাগপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং আল জামিয়াতুল নূরানিয়া কান্দিভিটা মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিল।
রোববার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষে সিয়ামের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শিক্ষকরা।
পরে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, ‘সকালে সিয়ামকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করা হয়েছে।’
মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে কি না, তা জানতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সহপাঠীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
© Deshchitro 2024