জামালপুরের ইসলামপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা

চলাকালীন পরীক্ষাকেন্দ্র সংলগ্ন একটি ফটোকপির দোকান খোলা রাখার দায়ে দোকানটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া ওই ফটোকপি দোকানের দুই কর্মচারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র সংলগ্ন আজিজ কম্পিউটার ফটোস্ট্যাট অ্যান্ড ইন্টারনেট নামে ওই দোকানটি সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। দোকানটির দুই কর্মচারীকে আটক করা হয়। 

আটকরা হলো, ইসলামপুর পৌর শহরের মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের ছেলে মিজানুর রহমান এবং পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের অহুল শেখের ছেলে মো. জুয়েল। বর্তমানে তাঁরা ইসলামপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছে। 

ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, 'পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র সংলগ্ন একটি  ফটোকপির দোকান খোলা রাখা হয়েছিলো। দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় দোকানটির দুইজন কর্মচারীকে আটক করে পুলিশে হেফাজতে দেওয়া হয়েছে। সন্ধ্যায় পরিবারের জিম্মায় আটক দুইজনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

সিলগালা করা আজিজ কম্পিউটার ফটোস্ট্যাট অ্যান্ড ইন্টারনেটের স্বত্বাধিকারী আজিজুর রহমান বলেন, 'পরীক্ষা চলাকালে ফটোকপি করা হয়নি। কিন্তু কর্মচারীরা আমার অজান্তে দোকান খোলে ছিলো। খবর পেয়ে তাঁদেরকে দোকান বন্ধ করতে বলেছি। কিন্তু তৎক্ষণে ইউএনও স্যার দোকানে অভিযান চালিয়েছেন। ভবিষ্যতে এমন ভুল হবে না।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024