|
Date: 2025-04-09 22:01:44 |
পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান
ঘোড়াশালে ১০ এপ্রিল থেকে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি : সারোয়ার তুষার
২৬ মার্চ থেকে নরসিংদীবাসীর জন্য চালু হয় নরসিংদী কমিউটার ট্রেন। কিন্তু শিল্প সমৃদ্ধ উপজেলা পলাশের ঘোড়াশালে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি। এদিকে নরসিংদী কমিউটার ট্রেনের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দাবিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ পলাশ উপজেলাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
অবশেষে নরসিংদী কমিউটার ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে জানা যায়। এ খবরে পলাশ উপজেলাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
(৬ এপ্রিল) রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার রেলওয়ে উপদেষ্টা ফায়জুল কবিরের বরাত দিয়ে জানান, ১০ এপ্রিল ২০২৫ ইং থেকে নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে।
ট্রেন যাত্রীদের সেবা নিয়ে কাজ করা ফেসবুক গ্রুপ নরসিংদী রেলওয়ে পেসেঞ্জারর্স কমিউনিটি'র এডমিন আল মাজিদ জানান, ২৬ মার্চ নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধনের দিনই রেলপথ উপদেষ্টা, রেলসচিবও রেল মহাপরিচালকের সাথে আমাদের কথা হয়েছে প্রায় ১০ মিনিট। তখন আমরা প্রথমেই ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে নরসিংদী কমিউটার স্টপেজের ব্যাপারে কথা বলি। এসময় আমাদের সরাসরি বলে দিয়েছিলেন ঈদের পর এ রেলস্টেশনে স্টপেজ দিয়ে দিবে।
তিনি আরও বলেন, আমাদের গ্রুপে আর ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে স্টপিজের বিষয় নিয়ে আর কোন লেখালেখি বা অন্যান্য কার্যকালাপ হাতে নেই নি। কারণ আমরা জানিই ঈদের পর স্টপিজ দিবে এ রেল স্টেশনে। এছাড়া আমরা নরসিংদী স্টেশনে কিছু আন্ত: নগরের স্টপিজ এবং ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, বি-বাড়িয়া আনলিমিটেড স্ট্যান্ডিং যেন দেয় সেই বিষয়ে ও কথা বলে এসেছি।
© Deshchitro 2024