কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা।বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল পার হয়ে গুলিবর্ষণ করলে এই উত্তেজনা দেখা দেয়। জবাবে ভারতীয় সেনারাও প্রতিক্রিয়া জানিয়েছে। তবে সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো তথ্য সামনে আসেনি।এনডিটিভি বলছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে বলে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু সূত্র জানিয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024