শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার সকালে শ্রীবরদী প্রাণিসম্পদ দপ্তরের অডিটোরিয়ামে অন্তর্ভুক্তিকরণ সভাটি অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান। সভায় আরো বক্তব্য রাখেন শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য প্রভাষক ও কবি একে আজাদ, সানজিদা জেরিন, সাংবাদিক কেএস দীপন, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, সদস্য আতিকুর রহমান, মো. নুর, আস্থা প্রজেক্টের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ প্রমুখ। নাগরিক প্লাটফর্ম, যুব ফোরাম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবরা যুক্ত হবে এবং সমাজে সহিংসতা ও অসহিষ্ণুতা প্রতিরোধে কাজ করবে। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবরা সমাজে যে কোন ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা মোকাবেলায় এবং শান্তি ও সম্প্রীতি স্থাপনে  সতর্কতার সাথে হুইসেলব্লোয়ার হিসেবে তাদের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024