কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের অঙ্গ সংগঠন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশন-এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার ও দোয়া মাহফিলে লোক প্রশাসন বিভাগের ১৩তম থেকে ১৮তম আবর্তনের  শিক্ষার্থীরা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.শামসুন্নাহার , অধ্যাপক ড.রাশেদুল ইসলাম শেখ, অধ্যাপক ড.মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাহিদুল ইসলাম, মোহাম্মদ জিয়া উদ্দিন, আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ হাসান শাহরিয়ার। 

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন বলেন, 'আজকের এই ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতি সত্যিই আনন্দের ও সৌহার্দ্যের প্রতীক। রমজানের এই পবিত্র সময়ে আমরা একত্রিত হয়েছি ভ্রাতৃত্ব, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করুক।"

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024