|
Date: 2025-03-13 02:18:05 |
পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সিরাজপুর ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বসুরহাট রিলাক্স কাবাব হাউজে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং ১নং সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি গোলাম মাওলা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আবদুর সত্তার, জাফর উল্যাহ, আবুল কাসেম, মাস্টার রফিক উল্লাহ, তৌহিদ ইসলাম, আবদুর রহিম, রফিক উল্ল্যাহ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবু ছায়েদ, ডাঃ ইউসুফ নবী ও ডাঃ রাসেল। আইনজীবীদের মধ্যে ছিলেন এডভোকেট হিফজুল বাহার, নুর আলম ফাহিম ও শাখাওয়াত হোসেন শাহীন।
মাওলানাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক চিন্তাবিদ মাওলানা আবুল কাসেম ভূঁইয়া, গাজী আবদুল্লাহ আল নোমান ও মাওলানা গোফরান উদ্দিনসহ অনেকেই।
এই ছাড়া ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন। চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষকসহ সমাজের নানা শ্রেণির মানুষ একত্রিত হন এ আয়োজনে।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য সকল পেশাজীবীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© Deshchitro 2024