|
Date: 2025-03-10 21:03:00 |
রাজবাড়ীতে ৯৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
রাজবাড়ীর
গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কে চেক পোস্ট বসিয়ে ৯৫ পুরিয়া
হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড সংলগ্ন মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা
হলো, গোয়ালন্দ পৌর শহর ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ার সুরেশ চন্দ্র
সাহার ছেলে ঝন্টু সাহা (৩২), ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার ওসমান গনি
মণ্ডলের ছেলে ইনজামুল হাসান ওরফে রনি (২২) ও ফরিদপুর কোতোয়ালি থানার
রঘুনন্দপুর গ্রামের ওমর শেখের ছেলে মো. আশিক শেখ (২৫)।
পুলিশ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে এস আই সোহানুর
রহমান এবং তার সহযোগী টিম দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড সংলগ্ন ঢাকা-খুলনা
মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ঝন্টু সাহার নিকট
থেকে ৫৫ পুরিয়া, ইনজামুল হাসান ওরফে রনির নিকট থেকে ২০ পুরিয়া ও মো. আশিক
শেখের কাছ থেকে ২০ পুরিয়াসহ মোট ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ
প্রসঙ্গে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার
মাদক কারবারি। এছাড়াও দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন
অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতি,
চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা
দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
© Deshchitro 2024