নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর)  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা খানম। বক্তব্য রাখেন উপজেলা  মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানা মেহেজাবীন বন্যা , উপজেলা শিক্ষা অফিসার মো.জালাল উদ্দিন, সমাজসেবা অফিসার গৌতম রায়,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীব্ন্দসহ সুধীজন,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা -নির্যাতিত নারী সকল বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা উম্মে আসমা, সমাজ সংস্কারে অবদান রাজিয়া বেগম, অর্থনীতিতে রহিমা বেগম, শিক্ষায় নাজমিন নাহার, ও শ্রেষ্ঠ জননী নারী হিসেবে  খাদিজা বেগমকে  সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024