পবিত্র রমজান উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ওলামা মাশায়েখ'র উদ্যোগে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাট, চাকলমা হাট, হাটকড়ই হাট ও কুন্দারহাটে ভ্রাম্যমাণ দোকানে ক্রয় মূল্য পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


৫নং ভাটগ্রাম ইউনিয়ন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাফেজ হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন এর পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আমির আনোয়ারুল হক, এছাড়া মোঃ জুলফিকার আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।


উদ্বোধন শেষে বক্তারা বলেন, পবিত্র রমজানে মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতি হ্রাস করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে থেকে জনসাধারণের কল্যাণের জন্য আমরা মুড়ি, সিদ্ধ বুট, বেশন, চিনি, দাবাস খেজুর, মিছরি, লাচ্ছা, সাদা সেমাই, কুক, আঙ্গুর, ভেজা খেজুর, নারকেল, রিকো কয়েল এসব পণ্য ক্রয় মূল্য বিক্রয় করছি। পুরো রমজান জুড়েই প্রতি হাটের দিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।


এদিকে সুলভ মূল্য পণ্য কিনতে পেরে একাধিক ক্রেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজান আসলেই ব্যবসায়ীরা আমাদের জিম্মি করে সব ধরণের পণ্যর দাম বাড়িয়ে হয়রানি করে। কিন্তু জামায়াতে ইসলামীর এরকম কার্যক্রম রমজান মাসে চলমান থাকলে আমরা উপকৃত হবো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024