শ্যামনগরে স্বাস্থ্য পরিচর্যা, খাদ্যভ্যাস সহ স্বাস্থ্যগত বিষয়ে কর্মশালা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব হল রুমে বিভিন্ন পেশাজীবিদের অংশ গ্রহণে খাদ্যভ্যাস, স্বাস্থ্য পরিচর্যা সহ স্বাস্থ্য গত বিভিন্ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ সম্পদের সঞ্চালনায় বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমামদের অংশ গ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মিলন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি আঃ ওহাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ অর্পণা কর্মকার, প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ।

ছবি- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য গত পরিচর্যা বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024