রাজবাড়ীতে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার এক বাস যাত্রী। রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম আমিনুর বিশ্বাস ওরফে কাদের (২৮)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি পশ্চিম পাড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে। সোমবার বেলা ৩ টার দিকে প্রেসনোটের মাধ্যমে থানা পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যারাচীর সামনে স্থাপিত চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে থাকে পুলিশ। এ সময় সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ঢাকাগামী একটি বাসে তল্লাশিকালে গ্রেফতারকৃত যুবকের কাছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ। এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেফরকৃত আসামীকে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024