শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে তিনটি ইটভাটা মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক ভাবে শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস, সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় অবৈধভাবে কাঠ ও টায়ারের কালি পোড়ানোর অভিযোগে পৃথকভাবে মেসার্স সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এর মালিককে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, ইটভাটা চারটির বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৭ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এর মালিককে পৃথকভাবে মোট ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

ছবি- শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান ইটভাটায় ।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024