সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ড্যাফোডিলস প্রি ক্যাডেট স্কুল মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।


ড্যাফোডিল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এ এস এম মাহবুবর রহমানের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা, সহকারী কমিশনার মোঃ সাহেদ হোসেন, সহকারী কমিশনার নাফিউল ইসলাম, সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, ড্যাফোডিলস প্রি ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ শফিউল হক, কলারোয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিএম আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল।


নারী সমাবেশ ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024