|
Date: 2025-02-10 08:47:16 |
অমর একুশে বইমেলা ২০২৫-এ বইপ্রেমী ও পরিবেশপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাকতাবাতুল হাসান। "বই কিনুন বা না কিনুন, প্রত্যেকেই উপহার পাবেন একটি ছোট গাছ" এই স্লোগানকে সামনে রেখে উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। মেলায় স্টলে (২৭০) গিয়ে এই উদ্যোগে অংশীদারি হতে পারবেন পাঠকরা।
বইমেলার উদ্যোগটি সম্পর্কে জানতে চাইলে দৈনিক দেশচিত্রকে মাকতাবাতুল হাসান-এর একজন মুখপাত্র জানিয়েছেন, এই ব্যতিক্রমী উদ্যোগটি শুধু বইমেলায় জ্ঞানের আলো ছড়ানোর উদ্দেশ্যেই নয়, বরং প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে।
তিনি আরও বলেন, ‘প্রতিটি গাছ একটি নতুন জীবনের প্রতীক। বই আমাদের মানসিক বিকাশ ঘটায়, আর গাছ আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখে। আমরা বিশ্বাস করি, বই ও গাছের এই সংমিশ্রণ মানুষকে জ্ঞানার্জন ও পরিবেশ সুরক্ষার দিকে একসাথে অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।’
এছাড়া তিনি বইমেলায় আগত দর্শনার্থীরা এই উদ্যোগকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন। মেলায় স্টলে আসা একজন দর্শনার্থীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সত্যিই একটি চমৎকার উদ্যোগ। এখানে আসতে পেরে মনে হলো, আমি শুধু বই কিনছি না, বরং পরিবেশ রক্ষায়ও একটি ভূমিকা রাখছি।’
মাকতাবাতুল হাসান-এর এই উদ্যোগ শুধু বইপ্রেমীদের মধ্যেই নয়, বরং পরিবেশ রক্ষায় সচেতন মানুষদের মাঝেও ভালোলাগা ছড়িয়ে দিচ্ছে। স্টলটিতে প্রতিদিন মানুষ আসছেন, শুধু একটি গাছের জন্য নয়, বরং একটি বার্তার অংশ হতে।
উল্লেখ্য, মাকতাবাতুল হাসান পরিবেশ ও জ্ঞানচর্চাকে একত্র করার এই প্রয়াসের মাধ্যমে সবার মধ্যে একটি নতুন চিন্তাধারা ছড়িয়ে দিতে চায়। প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে, তাদের এই উদ্যোগ দেশের মানুষকে প্রকৃতি রক্ষায় আরও সচেতন করবে।
© Deshchitro 2024