|
Date: 2025-02-09 15:55:28 |
শ্যামনগরে ভোটার তালিকা হালনাগাদে ভোটার বেড়েছে আট হাজারের উর্দ্ধে
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদে নতুন তথ্য ফরম পূরণ করেছে আট হাজার চারশত চুরাশি জন।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার হওয়ার জন্য তথ্য ফরম পূরণ করেছে ৮ হাজার ৪৮৪ জন। ভোটার তালিকায় কর্তন হয়েছে ৪ হাজার ষোল জন এবং অনুপস্থিত ভোটার ছিল ৫ হাজার ৩৪৭ জন।
বর্তমানে প্রাথমিক তথ্যে উপজেলায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তথ্য সংগ্রহের পূর্বে উপজেলায় ভোটার ছিল ২ লক্ষ ৯৩ হাজার ২৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ১০৯ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ১২৫ জন। উপজেলায় হিজড়া ভোটার তিন জন।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ছিল ১৯৩ জন ও সুপারভাইজার ছিল ৩২ জন। তথ্য সংগ্রহ শুরু হয়েছে ২০ জানুয়ারী থেকে এবং শেষ হয়েছে ফেব্রুয়ারীর ৩ তারিখ। জানা যায় আগামী ৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত উপজেলার বারটি ইউনিয়ন পরিষদে ছবি তোলার কার্যক্রম চলবে।
© Deshchitro 2024