|
Date: 2025-01-29 14:07:01 |
কালিগঞ্জে দুই শিশুকে বিষ পান করিয়ে মায়ের আত্নহত্যার চেষ্টা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ মাহমুদ হাসানের স্ত্রী রত্না খাতুন (৩০) তাঁর দুই শিশু পুত্রকে বিষ পান করিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই শিশুপুত্র মাহি (৫) ও আরিয়ান ( ৯মাস) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মা রত্না খাতুন এখনো বেঁচে আছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024