|
Date: 2025-01-28 09:33:34 |
শ্যামনগরে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশ গ্রহণে সভায় প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের কিশোর-কিশোরী কাব গঠন, বয়ঃসন্ধিকাল, বাল্য বিবাহ, আয়রণ ফলিক ট্যাবলেট খাওয়ানো, কৈশোর পুষ্টি আমার থালা, খাদ্য ও পুষ্টি, ফিপ চার্ট ব্যবহার বিধি, গাইড শিক্ষক নির্বাচন সহ অন্যান্য বিষয়ে অতিথির বক্তব্য রাখেন কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের উপজেলা ফ্যাসিলিটেটর ফৌজিয়া ফারহানা ইকরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন প্রমুখ।
ছবি- শ্যামনগরে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভায় বক্তব্য রাখছেন উপজেলা ফ্যাসিলিটেটর ফৌজিয়া ফারহানা ইকরা।
© Deshchitro 2024