|
Date: 2025-01-17 12:00:52 |
পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন পাঁচ রোভার স্কাউট
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমনের উদ্দেশ্যে বের হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের পাঁচ রোভার স্কাউট।
১৫ জানুয়ারি সকালে কলেজ থেকে তারা যাত্রা শুরু করেন। শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আহাদুল্লাহ তরফদারের নেতৃত্বে পরিভ্রমণের অংশ নেয়া রোভার স্কাউটরা হলো রোভার মেট রায়হানুল ইসলাম রায়হান, রাফিউল্লাহ বেলালী, মিঠুন কুমার ও মোঃ ফিরোজ হোসেন।
সিনিয়র রোভার মেট আহাদুল্লাহ তরফদার জানান, রোভার স্কাউটের সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অর্জন করার জন্য শ্যামনগর সরকারি মহসিন কলেজ থেকে পরিভ্রমণ করে বাগেরহাট গিয়ে শেষ করবেন। পাঁচ দিন ব্যাপী ভ্রমনে তারা কালিগঞ্জ,নলতা,সাতক্ষীরা সদর, কুমিরা, চুকনগর, খুলনা ও বাগেরহাট পায়ে হেঁটে পরিভ্রমন করবেন। এ সময় সমাজ সচেতনতা সৃষ্টিতে পাঁচটি স্লোগান বহন করবেন। পথে তারা ঐতিহাসিক স্থান দর্শন করবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে মতবিনিময় করবেন বলে জানান।
দলনেতা আহাদুল্লাহ তরফদার বলেণ স্কাউটের সবচেয়ে ঝুঁকি ও আনন্দদায়ক অংশ পরিভ্রমন। পরিভ্রমনকারী রায়হান বলেন পরিভ্রমন ব্যাজটি অর্জন করা কষ্টদায়ক হলেও শিক্ষণীয় ও চ্যালেঞ্জিং। তারা সকলে এটি সুন্দরভাবে সমাপ্ত করবেন বলে আশা প্রকাশ করেন।
জানা যায় বৃহস্পতিবার বিকালে তারা সাতক্ষীরা সরকারি কলেজে পৌঁছান। এ সময় সরকারি কলেজের রোভার স্কাউট নেতা সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা তাদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট ইয়াকুব আলীসহ কলেজের রোভার স্কাউটসদস্যবৃন্দ। ১৯ জানুয়ারী এ পরিভ্রমন শেষ হবে বলে জানান।
ছবি- পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমনের উদ্দেশ্যে বের হওয়া শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের পাঁচ রোভার স্কাউট।
© Deshchitro 2024