শ্যামনগর খোলপেটুয়া নদীতে মৎস্য সম্পদ সুরক্ষায় বিশেষ কম্বিং অপারেশন 
 
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার
শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সম্পদ সুরক্ষায় বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। 
নৌপুলিশের সহায়তায় নদীতে কম্বিং অপারেশন চলাকালে একটি বেহুন্দি জাল,তিনটি নেট জাল উদ্ধার সহ চারজনকে আটক করা হয়। 
পর আটককৃতদের ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করা সহ জনসম্মুখে জাল গুলি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি  আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, নৌপুলিশ,শ্যামনগর মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
ছবি-শ্যামনগরে মৎস্য অফিসের উদ্যোগে কম্বিং অপারেশন শেষে আটককৃত জাল বিনষ্ট করা হচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024