জয়পুরহাটের পাঁচবিবিতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে ২ কৃষকের আলু ও সরিষার ফসল নষ্ট করার অভিযোগ।

৬ ডিসেম্বর (শুক্রবার) জমির মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বীরনগর বরগাছা গ্রামের কবির হোসেনের পিতা আমজাদ হোসেনের নিকট থেকে আটুল মৌজার ৫২১ খতিয়ান ২৮৩ দাগের ১৪ শতক জমি বর্গা নিয়ে কৃষক আব্দুল আজিজ আলু চাষ করে। অপরদিকে একই খতিয়ানের ২৬৪ দাগে ১৭ শতক স্বাক্ষী আব্দুল জব্বারের জমি বর্গা নিয়ে দরিদ্র কৃষাণী মোছাঃ রাহেদা বেগম সরিষা চাষ করে।

এমতবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের বিবাদী আবুল কাশেম, তার পুত্র কাওসার ও কামরুলসহ তার লোকজন উক্ত জমিতে প্রবেশ করে সম্পূর্ণ ট্রাক্টর দ্বারা ফসল ক্ষতিগ্রস্ত করে।

আজ শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখে যে জমিতে সরিষা ও আলু নেই। ট্রাক্টর দিয়ে মাড়িয়ে দিয়েছে সব। এসব দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

এ ব্যাপারে জমির মালিক কবির হোসেন বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমির মালিক কবির হোসেন বলেন,আমার নিজের স্বত্ব দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়তারা করছে বিবাদীগণ দীর্ঘদিন থেকে। এ ব্যাপারে জমি সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী আবুল কাশেম বলেন, আমার এবং আমার ছেলেদের বিরুদ্ধে সরিষা এবং আলু মারার যে অভিযোগ থানায় করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কারো ফসল নষ্ট করিনি।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মোঃ কাওসার আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024