|
Date: 2024-11-20 21:44:02 |
সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ পরিবেশে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল আর রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের ভোমরা ও ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবগঠিত নেতৃবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকালে ভোমরা জিরো পয়েন্ট এলাকায় উভয় দেশের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ মতবিনিময় সভা চলাকালে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক আবু মুছা। অপরদিকে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি অচিন্ত্যকুমার ঘোষ (ভোলা) এবং সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল মোমিন খান চৌধুরী (সান্টু), কাস্টমস বিষয়ক সম্পাদক জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক রিয়াজুল হক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফুর সরদার এবং কার্যনির্বাহী সদস্য শাহানুর ইসলাম শাহীন। অপরদিকে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির এবং কার্যনির্বাহী সদস্য প্রকাশ রায়, শুভেন্দু সরকার, সুভাষ সরদার,সুদীপ সরকার, ফারুক গাজী, পরেশ গোলদার ও অচিন্ত্য সরকার।
সভায় সভাপতি আবু হাসান বলেন, আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কাজ করবো। দ্বি-পক্ষীয় শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে উভয় দেশের বন্দরের সার্বিক উন্নয়ন ও আমদানি রপ্তানি বাণিজ্য প্রগতিশীল করতে সচেষ্ট থাকবো। সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থল বন্দরকে আধুনিকায়ন ও বাণিজ্য সম্প্রসারণে সবসময় কাজ করে যাবো।
© Deshchitro 2024