নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের মূল শুমারি কার্যক্রমের সর্বশেষ ও মূল শুমারি আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুমারি চলাকালে সারাদেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় সারাদেশের মাঠ পর্যায়ে কৃষি বহির্ভূত সকল ধরনের প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রমসম্পন্ন খানা এ শুমারির আওতাভুক্ত হবে। সারাদেশে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের তালিকা ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে।


এদিকে সারাদেশে অনুষ্ঠিতব্য এ শুমারির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে অর্থনৈতিক শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নন্দীগ্রাম উপজেলার স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে (ভদ্রাবতীতে) এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: লায়লা আঞ্জুমান বানু। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, ১নং বুড়ইল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ২নং সদর ইউপির চেয়ারম্যান কামাল হোসেন, ৪নং থালতা-মাজগ্রাম ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, ৫নং ভাটগ্রাম ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।


সভায় জানানো হয়, নন্দীগ্রামে শুমারি চলাকালে ৭ হাজার ৬শ ৬০টি প্রতিষ্ঠান এবং ১২ হাজার ৫শ ৪টি অর্থনৈতিক কার্যক্রমসম্পন্ন খানার তথ্যসংগ্রহ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024