|
Date: 2022-08-12 06:02:43 |
তেলসমাতি
মু, সায়েম আহমাদ
আগামী নিয়ে ভাবছে সবাই
হবে কী পরিস্থিতি!
দেশে বিরাজমান সংকটগাথাঁ
কোথায় পাবে আশা-ভরসা ?
একেক জনের একেক রকম,
নানান চাহিদা
নিম্ন মধ্যবিত্ত কাঁদে ধুঁকে-ধুঁকে
জানে কি তাঁরা ?
তেলবাজীদের তেলসমাতিতে
হলো যে সব নিঃশেষ
তবুও তাঁরা থামছে না এবার
আরো চায় বেশ-বেশ
© Deshchitro 2024