তেলসমাতি

মু, সায়েম আহমাদ



আগামী নিয়ে ভাবছে সবাই

হবে কী পরিস্থিতি! 

দেশে বিরাজমান সংকটগাথাঁ 

কোথায় পাবে আশা-ভরসা ? 


একেক জনের একেক রকম,

নানান চাহিদা

নিম্ন মধ্যবিত্ত কাঁদে ধুঁকে-ধুঁকে

জানে কি তাঁরা ?


তেলবাজীদের তেলসমাতিতে

হলো যে সব নিঃশেষ

তবুও তাঁরা থামছে না এবার

আরো চায় বেশ-বেশ 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024