|
Date: 2024-10-26 08:20:24 |
কক্সবাজার সমুদ্রে নেমে সমুদ্রের ঢেউয়ে ডুবে গিয়ে মাহমুদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ।
শনিবার (২৬অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর কক্সবাজার সদরের পিএমখালী এলাকার দিদারুল ইসলাম পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী।
তিনি জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে বন্ধুদের সাথে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামে।গোসলের এক পর্যায়ে সমুদ্রের ঢেউয়ে স্রোতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, সমুদ্রে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024