যারা বিভিন্ন মানবিক কাজে জীবনের বেশিরভাগ সময় ব্যয় করে মানুষের সেবায় ছুটে চলে সেই মানবিক সদস্যের গর্বিত অভিভাবকদের সম্মাননা দিয়েছে জেলার বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন "কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি"।


শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপী জেলা বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন "কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটির" উদ্যোগে শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।


সংগঠনের এডমিন মোজাহিদ আলীর সভাপতিত্বে ও আশরাফুল হাসান রিশাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেন।


এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ইনচার্জ ডাক্তার রিপন চৌধুরী, পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জাহেদা আক্তার ও সাংবাদিক ছৈয়দ আলম।


পরে অভিভাবকদের সম্মাননা সহ বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024