দেউলিয়া

তুষার আহমেদ মূসা



তুমি ছিলে হৃদয়ে, অপারগ চিন্তায়

স্বপ্নের ক্ষীণকায়, আনমনে ভাবনায়;

ক্ষণিকের রাজ্যে, রাজার যতো অভিনয়,

বিচারের কার্যে, সেনাপতির যত সবিনয়।


আমি ছিলাম নামে রাজে, রাজ্যটা ছিল তোমার

হেয়ালিপনায় চলতো সবি, ভাবতাম তুমিই আমার;

তোমাতে ছিলাম আপোসহীন, রাজ্যের যত দায় ভার

করেছ তুমি যত-শত,অন্যায় আবদার;


রাখিনি অপূরণ, নিয়েছি তার দায়ভার

মেনেছি সব বেহায়াপনা,না মেনে খবরদার;

পৃথিবীর কাছে আজ আমি কলঙ্কের ভাগীদার

নিষ্পাপ কণ্ঠে আজ তুমি শত ভুলের জমিদার;


ভাবনার আকাশে কালো মেঘের ঘনঘটা,

মনের ডোরে ভেসে আসে সন্দেহের টুকা-টাক;

বিচলিত আমি, একোন বেলা,

সিংহাচ্যুত আমি এই কালবেলা!


অন্ত্রে-তন্ত্রে যাহা ছিল, সবি তোমার তরে,

বুঝেছি আমি এই জগৎ সংসারে পরে;

তুমি চাইলে এমনি যেতাম চলে,

ছলনার ছিল না দরকার এই ক্লান্তিকালে!


তবুও ছেড়ে গেলাম শূন্য করে পদ,

কবুও নাহি হেরে, নিজেকে অমৃত করে;

রাজ্য যখন সাজিয়েছি ইহপারে,

দুর্বল ভেবো না এই সমাজের তরে।


রাজ্য ঠিকই চলবে আবার নতুন শিক্ষা নিয়ে,

রাজার নীতি অটল থাকবে নতুন রাজত্ব গড়ে;

ভয় নাহি আছে তবু গড়তে নতুন বাহুবল,

সত্যের জয় গড়জে উঠবে ন্যায়ে অবিচল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024