মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলামের সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দে শুভেচ্ছা বিনিময় করেছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরের আলোর সাতক্ষীরা প্রতিনিধি ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক কালের চিত্রের নিজস্ব প্রতিনিধি মোঃ নাজমুল আলম মুুন্না, সাংগঠনিক সম্পাদক এড, মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য যথা দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও দৈনিক দেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর, দৈনিক সত্যপাঠ এর সাতক্ষীরা প্রতিনিধি আলী হোসেন, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।


এসময় পুলিশ সুপার বলেন সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সাতক্ষীরাকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগীতা চাই। সাংবাদিকরাই রাষ্ট্রের দর্পণ উল্লেখ করে তিনি আরও বলেন, সাংবাদিক এবং পুলিশের ভাবনা একই। তিনি সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024