মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভোগ দখলীয় সম্পত্তির উপর প্রাচির নির্মাণের সময় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি পলাশপোল গ্রামের মৃত মনিরুল ইসলাম খানের ছেলে মোঃ ফয়জুল কবির খান।


অভিযোগ সূত্রে জানাগেছে, শহরের পলাশপোল মৌজায় বৌ-বাজার সংলগ্ন এএস খতিয়ান নং- ৫৭১, দাগ নং- ১১৩৪৮ হইতে ১১৩৫১ পর্যন্ত মোট ১৫.৩৮ শতক জমি পৈত্রিক সূত্রে মোঃ ফয়জুল কবির খানের মালিকানাধিন জমিতে গত ১৫ অক্টোবর সকাল ৯টার দিকে রাজমিস্ত্রীসহ লোকজন নিয়ে সীমানা প্রাচীরের মধ্যে কাজ করতে থাকলে পলাশপোল গ্রামের মৃত নূর আহম্মদ খানের ছেলে শরিফুল ইসলাম খান, মৃত মহসিন খান চৌধুরীর ছেলে হাফিজুল ইসলাম খান চৌধুরী, মৃত মফিজুল ইসলাম খান চৌধুরীর ছেলে ফরহাদ খান চৌধুরীসহ আরো ৩/৪জন অজ্ঞাত ব্যক্তি জমির মধ্যে লোহার রড, হাতুড়ি, শাবল, ধারালো দাঁ নিয়ে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন গেট ভাংচুর করে অনুমান ৭০ সত্তর হাজার টাকার ক্ষতি করে।


এসময় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে আঘাত করে ফয়জুল কবিরকে আহত করে এবং তার গলায় থাকা ১২ আনা ওজনের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়। ফয়জুল কবির খানের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়।


পরে তারা ফয়জুল কবির খানের বাড়ির চলাচলের পথে গায়ের জোরে প্রাচীর নির্মাণ করে পথ বন্ধ করে দেয় প্রতিপক্ষরা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024