|
Date: 2024-10-14 23:38:51 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
ভারত থেকে অবৈধ পথে চোরাকারবারীরা গবাদি পশু আনার সময় ৩৩ ব্যাটেলিয়ান বিজিবি আটক করে। ১৪ই অক্টোবর সোমবার বিকাল ৩টার সময় কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ গুদাম সাতক্ষীরাতে আটককৃত ৩টি গবাদি পশু প্রকাশ্যে নিলামে বিক্রয় হয়েছে।
১১ জন ব্যক্তি নিলামে অংশগ্রহণ করে। ৫০ হাজার টাকা দাম শুরু হয় একের পর এক দরপত্র উঠতে উঠতে থাকে। নিলামে সর্বচ্চ দরদাতার নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকায় তিনটি গরু বিক্রি করা হয়। নিলামের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয়, কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের এ.আর.ও মেহেদী হাসান, এ.আর.ও ওমর ফারুক, এস আই আরাফাত, নায়েব সুবেদার শামীম সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক গণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024