মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।


নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি সদর ইউনিয়নের উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে।


স্থানীয়রা জানান, তীর্থ মন্ডল বেলা সাড়ে ১১ টার বাড়ির পাশে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধানতা বশতঃ সে বাড়ির পাশে একটি ডোবা পুকুরের পানিতে পড়ে যায়।


অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তার স্বজনরা ওই ডোবা থেকে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024