জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শেরপুর জেলার সেরা ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। অক্টোবর/২০২২ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার সেরা ইউএনও নির্বাচিত হন তিনি। ১৪ নভেম্বর সোমবার শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার আনুষ্ঠানিকভাবে ইউএনও ফারুক আল মাসুদের হাতে সেরা ইউএনও হিসেবে ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, এর আগেও ঝিনাইগাতী উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক সাহেলা আক্তার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024