বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় ধরনের কূটনৈতিক রদবদলের অংশ হিসেবে প্রতিবেশী দেশ ভারতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ পাঁচজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাসেলস, ক্যানবেরা, লিসবন, নয়াদিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে থাকা রাষ্ট্রদূতদের অবিলম্বে রাজধানী ঢাকায় আসার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে অবিলম্বে তাদের দায়িত্ব হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


ব্রিটেনে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকে একইভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


ছাত্রজনতার বিক্ষোভের মুখে পড়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা হয়।


সূত্র : রয়টার্স, এনডিটিভি

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024