কক্সবাজার সরকারি মহিলা কলেজে আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কেরাত, কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সভাপতিত্ব করেন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহবায়ক শহিদুল ইসলাম।


 আরো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক তাহসিন হুমায়রা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ রিয়াদ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সদস্য মো: সাকিহ উদ্দিন কাদের।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024