|
Date: 2024-09-16 13:36:01 |
কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার ১২ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এদিন কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা, সকাল সাড়ে ১১ টায় ক্বেরাত প্রতিযোগিতা এবং দুপুর ১২টায় প্রশাসনিক ভবন ২০৪নং কক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেজা খান হেলালীর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক আবু বকর রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী হুরে জান্নাত লিলি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ ও তথ্যবহুল আলোচনা করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে- উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ওবাইদুল হক। শিক্ষকদের পক্ষে আলোচনায় অংশ নেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজিজুল মোস্তফা বুলু, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান। সভায় নাতে রাসুল (সা.) পরিবেশন করেন ইংরেজি বিভাগের সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়। এরপর কলেজ জামে মসজিদের খতীব মাওলানা সুলতান আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়।
© Deshchitro 2024