|
Date: 2024-08-30 04:30:19 |
সাতক্ষীরায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২ কেজি ক্রিস্টাল মেথড, দুই পিচ এল এসডি ও ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে এক মাদক পাচারকারীকে। ৩০ আগস্ট শুক্রবার ভোরে সাতক্ষীরা কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে মাদকসহ আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীর নাম মোঃ ইমন (২৩)। সে কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার আবু তাহের জানান বিজিবি সদস্যরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানতে পারে যে এক চোরাকারবারী বাড়ি ভারত থেকে বিপুল পরিবার মাদক নিয়ে বাংলাদেশে ঢুকেছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে বিজিবি কর্মকর্তা হুরমুজ আলীর নেতৃত্বে চ্যালেঞ্জ করা হয় ইমনকে। তাকে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে উদ্ধার করা হয় দু কেজি ক্রিস্টাল মেথ, দু পিস এলএসডি ও ভারতীয় মদ।
এ ঘটনায় কলোরোয়া থানায় একটি মামলা হয়েছে।
© Deshchitro 2024