|
Date: 2024-08-24 11:29:49 |
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পীরগাছার গার্মেন্ট ব্যবসায়ি মামুন মিয়া গত সোমবার (৫ আগস্ট) ঢাকায় পুলিশের গুলিতে নিহত হওয়ায় আর্থিক সাহায্য দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি রংপুর জেলা শাখা। এসময় একই উপজেলার ঢাকায় পুলিশের গুলিতে নিহত রিকশাচালক মনজু মিয়ার পরিবারকেও আর্থিক সাহায্য দেন।
শনিবার (২৪ আগস্ট) সকালে ওই দুই পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা করে তুলে দেন জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী। এসময় উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, পীরগাছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোত্তালেব হোসেন, উপজেলা আমির মোস্তাক আহমেদ প্রমুখ। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ অন্যরা।
© Deshchitro 2024