|
Date: 2024-08-23 16:13:03 |
স্মরণকালের ভয়ংকরতম আকস্মিক বন্যা দেখছে বাংলাদেশের মানুষ। ভারতের উজান থেকে আসা পানিতে বাংলাদশের ফেনি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রামের বিভিন্ন এলাকা এখন পানির নিচে। রাতের আধারে ভারত বাঁধ খুলে দেয়ায় মানুষ নিরাপদ আশ্রয়ে যাবার সময় ও পায়নি। পানিতে তলিয়ে গেছে বাড়ি, মসজিদ, স্কুল সহ সকল রাস্তাঘাট। অসহায় মানুষের সাহায্যার্থে সমগ্র দেশের মানুষ অর্থ, খাবার, ওষুধ, নৌকা সহ বিভিন্ন মালামাল নিয়ে চেষ্টা করছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বিভিন্ন এলাকার মত মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে বিভিন্ন সংগঠন সাহায্য পাঠাচ্ছে বন্যা আক্রান্ত মানুষকে।
বিভিন্ন এলাকার সাধারণ ছাত্ররা মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করছেন। উপজেলার পৌর এলাকা, বাজার, পাঁচচর স্ট্যান্ড, শেখপুর এলাকায় ছাত্রদের অনুদান সংগ্রহ করতে দেখা গেছে। শেখপুর এলাকার অন্যতম ছাত্র সমন্বয়ক সুজন ও সাইফুলের সাথে কথা বলে জানা যায় তারা এই অবস্থায় কিছু একটা করার অভিপ্রয়াস থেকেই দল গঠন করে অনুদান তুলছেন। তারা কাউকে বাধ্য করছেন না। স্ব-ইচ্ছায় যারা যা দিচ্ছেন তারা তা সংগ্রহ করছেন। এখন পর্যন্ত (২৩ আগস্ট) তারা প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকা উত্তোলন করেছেন। তারা যথাযথ মাধ্যমে এই টাকা বন্যা আক্রান্ত এলাকায় পৌঁছে দিবেন বলে জানা যায়। এছাড়াও শিবচর উপজেলার বিভিন্ন স্তরের মানুষ ব্যক্তিগত ভাবেও বন্যা কবলিত এলাকায় সাহায্য নিয়ে রওনা হয়েছেন বলে জানা যায়।
© Deshchitro 2024