বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান কারিকুলাম পরিবর্তন করা এখন সময়ের দাবী। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বা নতুন যে কারিকুলাম চালু রয়েছে এ ব্যবস্থা চলতে থাকলে দেশ মেধা শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমান যে কারিকুলাম চালু আছে তা শিক্ষার্থীরা কিভাবে পড়বে তা জানে না। 


বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মোবাইল নির্ভরশীল করে তুলেছে। পাঠ্য পুস্তকের সাথে শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই। সারাক্ষন মোবাইল নিয়ে বসে থাকে। মোবাইলের ইউটিউব চার্জ দিয়ে পড়তে হয়। এতে করে সারাক্ষন শিক্ষার নামে মোবাইলে আসক্ত হওয়ায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত। এভাবে চলতে থাকলে শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে বলে অভিভাবকরা মনে করেন।


দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম ও নবম শ্রেণীর অর্ধ্ব বার্ষিক পরিক্ষা চলছিলো। পরিক্ষার পূর্বের দিন প্রশ্নপত্র মোবাইল ইউটিউবে পাওয়া যাচ্ছে যাকে আমরা বলতাম প্রশ্ন ফাঁস। এখানেই শেষ নয়, পরিক্ষার দিন শিক্ষার্থীরা বই নিয়ে পরিক্ষা দিতে যাচ্ছে। পরিক্ষার হলে গিয়ে বই দেখে পরিক্ষার খাতা লিখছে। পরিক্ষা হচ্ছে ৫ ঘন্টা ব্যাপী। পরিক্ষার মধ্যে আবার বিরতি আছে। অর্ধেক পরিক্ষা দিয়ে বাসায় এসে দুপুরের খাবার খেয়ে আবার পরিক্ষার বাকি অংশ দিতে যাচ্ছে। এ যে পরিক্ষা নামের তামাশা চলছে তা বন্ধ না করলে দেশে মেধার সংকট দেখা দিবে।


শিক্ষার নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত। বিদ্যালয় গুলোতে পড়ার কোন পরিবেশ নেই। ক্লাশে শিক্ষার্থীদের সময় কাটে খুশ গল্প করে। শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গড়ে তুলতে শিক্ষার নতুন কারিকুলাম বাদ দিয়ে মেধা ভিত্তিক, সুন্দর, সুশৃঙ্খল, বই মুখী প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করা খুবই জরুরী। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024