বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে নানান অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 


ছাত্ররা দেশকে পুনর্গঠনে নেমে পড়ে। পুলিশবিহীন থানা ও রাস্তায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা ফেরাতে সারাদেশের মতো কক্সবাজার শহরের বিভিন্ন মোড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের দায়িত্ব পালন করছে।


বুধবার (৭ আগস্ট) দুপরে বাজারঘাটা,বার্মিজ মার্কেট,পানবাজার রোড,লালদিঘীর পাড়,

কলাতলী,বাসটার্মিনাল মোড়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নেয়ার পর থেকে যানজট মুক্ত স্বাভাবিকভাবে চলছে টমটম,সিএনজি,অটো-রিক্সশা সহ অন্যান্য যানবাহন।


ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় শহরে প্রধান সড়কের ব্যাস্তমত মোড়ে দীর্ঘ সময় ধরে কোন যানজট চোখে পড়েনিমধ্যে , চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।


এদিকে সকাল থেকে কোথাও কোনো ট্রাফিক,পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024