জেগে ওঠ জেগে ওঠ

চোখ খুলে দেখ তরুণ, 

লাল রঙে সব ছেয়ে আছে

কান্না কত করুণ।

জেগে ওঠ জেগে ওঠ

মিছিলে যা চলে,

তোদের ভাইয়ের শার্টগুলো 

ডুবে রক্ত তলে।

জেগে ওঠ জেগে ওঠ

ভয় কেনো তোর কিসে,

নীল হবে আর জ্বলবে ওরা

তোদের স্লোগানের বিষে।

জেগে ওঠ জেগে ওঠ

লাগা বুকে আগুন,

যেমন করে কৃষ্ণচূড়ায় 

রক্তিম হয় ফাগুন।

জেগে ওঠ জেগে ওঠ

মশাল হাতে ধরা,

ইলিক্ট্রিকের আলো ছাড়াই

অপশক্তি লড়া।

জেগে ওঠ জেগে ওঠ

হয়ে ওঠ তোরা দুর্বার, 

দমন ওদের করতে হবে

গর্জে ওঠ তোরা বারবার। 

জেগে ওঠ জেগে ওঠ

নে আবারো ঝুঁকি,

তোদের দ্বারাই এই বাংলায়

সূর্য দিবে উঁকি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024