|
Date: 2024-07-31 11:22:11 |
শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে উক্ত সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়। ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ভোট প্রদান করেন। এতে ৬টি ভোট পেয়ে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন।
এছাড়া ১টি ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদলসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ পরিষদের সদস্যগণ।
© Deshchitro 2024